Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুন ২০২৫

ট্রেনিং ইন্সটিটিউট, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯।
ফোন: ৯৯৬৬৮৯৪৯৩ , ই-মেইল : ti_baec@yahoo.com

 

আমাদের সম্পর্কে

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)-এর ট্রেনিং ইনস্টিটিউটটি গণকবাড়ি, সাভারে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান ক্যাম্পাসে মনোরম পরিবেশে অবস্থিত। বাংলাদেশ সরকারের একটি এডিপি প্রকল্পের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয় যা ২০১১ খ্রিস্টাব্দের মে মাস থেকে কার্যক্রম শুরু করে। বাপশক তথা বাংলাদেশে নিউক্লিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় ও দক্ষ জনবল তৈরীর নিমিত্তে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। বাপশক একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা পারমাণবিক শক্তি ও রেডিয়েশন সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন, বিবিধ ক্ষেত্রে এর ব্যবহার ও প্রয়োগ নিয়ে কাজ করে। যথাযথ প্রশিক্ষণ ব্যতিরেকে এই বিশেষায়িত ক্ষেত্রে কাজ করা সম্ভব নয়। তাছাড়া দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ সরকার রাশিয়া সরকারের সহযোগীতায় পাবনা জেলার রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুত কেন্দ্র (এনপিপি) স্থাপনের শেষ পর্যায়ে রয়েছে। উক্ত এনপিপি স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজেও যথেষ্ট দক্ষ জনবল প্রয়োজন হবে। এ সকল চাহিদা পূরণের লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। একটি চারতলা ভবনে ট্রেনিং ইনস্টিটিউটটি  স্থাপন করা হয়েছে, যার ফ্লোর এরিয়া ৩৬,৩৯৫ বর্গফুট। এখানে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অবস্থান করার জন্য ৫৩টি সিঙ্গেল আবাসিক কক্ষ রয়েছে। এছাড়াও অডিও ভিজুয়াল ফ্যাসিলিটি সমৃদ্ধ দুটি সুপরিসর শ্রেণিকক্ষ, একটি সভা কক্ষ ও ৮০জন ধারণক্ষমতা সম্পন্ন একটি মিনি অডিটরিয়াম ও একটি গ্রন্থাগার রয়েছে  ।  

 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

ট্রেনিং ইনস্টিটিউট-এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে  প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের মাধ্যমে বাপশক-এর নিজস্ব মানবসম্পদ উন্নয়ন করা এবং সারাদেশে  নিউক্লিয়ার ও রেডিওলজিক্যাল বিষয়ে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করা।  এ  সকল উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রমসমূহ নিম্নে উল্লেখ করা হলো।  

· নবীন বিজ্ঞানীদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ তথা ‘ব্যাসিক নিউক্লিয়ার ওরিয়েন্টেশন কোর্স’ আয়োজন করা।

· জাপান সরকার তথা ‘জেএইএ’ এর সহযোগিতায় ফলো-আপ ট্রেনিং কোর্স সমূহ আয়োজন করা ।

· বাপশক-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার প্রয়োজন - ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা।

· সেমিনার , সিম্পেজিয়াম আয়োজনের মাধ্যমে পারমাণবিক ও নিউক্লিয়ার বিষয় সংক্রান্ত জ্ঞান  প্রচার ও প্রসারে  ভূমিকা  রাখা।

· রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিউক্লিয়ার ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে সহায়তা করা।

 · কমিশনের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের চাহিদা মোতাবেক (অন-ডিমান্ড)  প্রশিক্ষণের  আয়োজন করা।

· বাপশক-কর্তৃক গৃহিত বিভিন্ন গবেষণা ও উন্নয়ণ কর্মকান্ড পরিচালনায় সহযোগিতা করা।

· দেশের ও বিদেশের সমধর্মী প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ/ লিয়াজোঁ রক্ষা করা।

 

প্রদত্ত সেবা

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের শিরোনাম

ব্যপ্তিকাল

১।

ব্যাসিক নিউক্লিয়ার ওরিয়েন্টেশন কোর্স

দুই মাস

২।

ফলো-আপ ট্রেনিং কোর্স: নিউক্লিয়ার ও রেডিওলজিক্যাল ইমারজেন্সি প্রিপিয়ার্ডনেস।

দুই সপ্তাহ

৩।

ফলো-আপ ট্রেনিং কোর্স: এনভায়রনমেন্টাল রেডিও-অ্যাক্টিভিটি মনিটরিং।

এক সপ্তাহ

৪।

ফলো-আপ ট্রেনিং কোর্স: রিএ্যাক্টর ইঞ্জিনিয়ারিং।

দুই/তিন সপ্তাহ

৫।

রেডিয়েশন কর্মীদের জন্য ‘আরসিও’ কোর্স।

এক সপ্তাহ

৬।

দাপ্তরিক আচরণবিধি ও সৌজন্যবোধ সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স।

তিন দিন

৭।

ই-জিপি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স।

দুই সপ্তাহ

৮।

সরকারী ক্রয় বিধি, পিপিআর-২০০৮ সংক্রান্ত প্রশিক্ষণ।

দুই সপ্তাহ

৯।

অংশীজনদের চাহিদা মোতাবেক অন-ডিমান্ড প্রশিক্ষণ আয়োজন করা।

এক সপ্তাহ

১০।

বিভিন্ন মন্ত্রণালয়/প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ আয়োজনে অবকাঠামোগত সহায়তা প্রদান করা।

এক/দুই সপ্তাহ

 

প্রদত্ত সেবার স্টেকহোল্ডার

বাপশক-এর প্রশিক্ষণার্থী ছাড়াও বাহিরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণার্থীগণ অত্র ইনস্টিটিউটে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। যেমন- বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক,  প্রতিরক্ষা বাহিনী তথা- সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ বেতার, বিএসটিআই, ঔষধ প্রশাসন,  হাসপাতাল/ক্লিনিক, ও বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

অন্যান্য

ভবিষ্যত পরিকল্পনা:

বাপশক এর কর্মপরিধি ও দেশের চাহিদার পরিপ্রেক্ষিতে নিউক্লিয়ার ও রেডিওলজিক্যাল বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম আরও বেগবান করা প্রয়োজন। এজন্য ট্রেনিং ইনস্টিটিউট-এর অবকাঠামোগত সুবিধা ও জনবল সমৃদ্ধ করা প্রয়োজন। এছাড়াও ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রম আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সারসংক্ষেপ:

ট্রেনিং ইনস্টিটিউট বার্ষিক কর্মপরিকল্পনা (এপিএ) অনুযায়ী সারা বছর ব্যাপী বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং নিউক্লিয়ার বিষয়ে মানব সম্পদ উন্নয়নে অবদান রাখছে। বিগত (২০১৪-২৩) দশ বছরে ১৫৬২ জন  প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে (নিম্নে প্রদত্ত গ্রাফ দ্রষ্টব্য)। প্রশিক্ষণ ফি এবং ডরমিটরি ভাড়া বাবদ ১৭,৫০,০০০/- (সতের লক্ষ পঞ্চাশ হাজার টাকা) রাজস্ব আয় করেছে,  যা  এইআরই কর্তৃপক্ষের  একাউন্টে জমা দেয়া হয়েছে।

 

যোগাযোগ/জনবল

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯।
ফোন: ৯৯৬৬৮৯৪৯৩, ই-মেইল : ti_baec@yahoo.com

এখানে ক্লিক করুন